বিজ্ঞাপন

‘যাদুকরী, পাগলাটে, খেপা ও ঐশ্বরিক!’

November 26, 2020 | 3:40 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা মাত্র ৬০ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রপি এনে দেওয়া ম্যারাডোনাকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার এ অকাল মৃত্যুতে পুরো পৃথিবীর মতো বাংলাদেশের মানুষরাও ভেঙ্গে পড়েছেন। তাকে নিয়ে আবেগি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে ম্যারাডোনা হচ্ছেন, ‘যাদুকরী, পাগলাটে, খেপা ও ঐশ্বরিক!’

বিজ্ঞাপন

ফারুকীর জানান, তিনি ম্যারাডোনার ভক্ত হলেও বরাবরই ভিন্ন দল সাপোর্ট করতেন। তিনি লেখেন, ‘তার সঙ্গে সঙ্গে আমার শৈশ্ববের একটা বড় অংশ চলে গেল! আমি কখনই আর্জেন্টিনার সমর্থক ছিলাম না। শুরু থেকেই আমি বিরোধীপক্ষে ছিলাম। আমাদের কাজই ছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে ঘৃণা ছড়ানোর।

কিন্তু গোপনে হলেও আমরা ম্যারাডোনাকে ভালোবাসতাম, যা ছিল নিয়ন্ত্রণহীন। গোপনে আমরাও জানতাম তার মত আর কেউ নেই। অসংখ্য সাধারণ গাড়ির মাঝে সে ছিল একটি মাত্র পোরশে। সে একাই পুরো খেলার চালচিত্র পরিবর্তন করে দিতে পারতো। সে ছিল জাদুকরী, পাগলাটে, খেপাটে ও ঐশ্বরিক!’

বিজ্ঞাপন

সবশেষে ফারুকী তাকে ‘বিদ্রোহী’ হিসেবে আখ্যা দেন।

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন