বিজ্ঞাপন

ভ্যান গগের নতুন চিত্রকর্ম আবিষ্কার

September 17, 2021 | 12:54 pm

আন্তর্জাতিক ডেস্ক

‘স্টাডি ফর ‘ওয়র্ন আউট’ নামে ভিনসেন্ট ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম আবিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আমস্টারডামের জাদুঘরে চিত্রকর্মটি প্রদর্শন করা হচ্ছে। এক শতাব্দীর বেশি সময় এটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

বিজ্ঞাপন

এই চিত্রকর্মে জ্বরাগ্রস্ত এক বৃদ্ধকে চেয়ারে বসা অবস্থায় দেখা যায়। ১৮৮২ সালে ভ্যান গগ যখন সবে মাত্র তার ক্যারিয়ার শুরু করেছেন, তখন তিনি এই চিত্রটি আঁকেন। পরে তিনি ‘সানফ্লাওয়ারের’ মতো মাস্টার পিস ছবি আঁকেন।

একটি ডাচ পরিবার ১৯১০ সালের দিকে পেন্সিলে আঁকা চিত্রটি ক্রয় করেন। চিত্রটি ভ্যান গগের কিনা সেটি যাচাই করার জন্য ভ্যান গগ মিউজিয়াম ও তাদের বিশেষজ্ঞ বলা হলে তারা এটিকে ভ্যান গগের নতুন চিত্রকর্ম হিসাবে শনাক্ত করেন।

ভ্যান গগ জাদুঘরের সিনিয়র গবেষক তেইয়োমিডেনডর্প এএফপিকে বলেন, ‘এটা আগে কোথাও দেখা যায়নি, প্রথম এটি উন্মুক্ত হলো।’

বিজ্ঞাপন

‘এটি ডাচ ব্যক্তিগত সংগ্রহ থেকে এসেছে, সেখানে অনেক দিন ধরে ছিল, এই প্রথম এটি বিশ্ব দেখতে পেল।’ চিত্রটি সংগ্রাহককে ফিরিয়ে দেওয়ার আগে ২ জানুয়ারি পর্যন্ত জাদুঘরের অস্থায়ী প্রদর্শনীতে থাকবে।

সারাবাংলা/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন