বিজ্ঞাপন

ত্রিপুরায় ‘বাংলাদেশি’কে পিটিয়ে হত্যা

November 6, 2021 | 11:32 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে গরু চোরকারবারি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশি বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

শনিবার (৬ নভেম্বর) ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তবর্তী সোনামুড়া মহকুমার সেপাহিজালা জেলার কমলনগর গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে।

এনডিটিভি জানাচ্ছে, শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে সন্দেহভাজন তিন গরু চোরাকারবারি বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢোকে। পরে স্থানীয় লিটন পালের বাড়িতে গরু চুরির চেষ্টার সময় বাড়ির মালিক এক প্রতিবেশীর সহায়তায় তাদের ধরে ফেলেন। তাদের মধ্যে দুই জন পালিয়ে গেলেও অপরজন ধরা পড়েন।

রাজ্য পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে উত্তেজিত একদল স্থানীয় লোক তাকে পিটিয়ে মেরে ফেলে। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির কাছে থাকা একটি মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। শেষ খবর পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন