বিজ্ঞাপন

সংযত হন, অন্যথায় বিপদ হবে— প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ

December 9, 2022 | 1:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার পিতা যে ভুল করেছিল, প্রধানমন্ত্রী আপনি সেই ভুল করছেন। আপনার পিতা ভুল করে জীবন দিয়েছে। আপনিও সেই পথে যাচ্ছেন। পিতার ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি সংযত হন। অন্যথায় বিপদ হবে। আমরা আপনাকে বাঁচাতে চাই।’

বিজ্ঞাপন

শুক্রবার (৯ ডিসেম্বর) ৭ দলীয় গণতন্ত্র মঞ্চ আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডের মেহরেবা প্লাজার ১০ তলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘নিজে বাঁচতে চাইলে, এইসব ফ্যাসিবাদী কর্মকাণ্ড ছাড়েন। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। দেশ যেভাবে পরিচালনা করছেন, এভাবে দেশ চলতে পারে না। জনগণের কণ্ঠরোধ করা ঠিক নয়। বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিন। সভা-সমাবেশ করা তাদের অধিকার।’


সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীকে নিয়ে ডা. জাফরুল্লার উক্তি বিষয়ে জানতে চান। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে দেশি ও বিদেশি ষড়যন্ত্রে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য এমন কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, বা এমন কোন ইঙ্গিত বা আভাস ডা. জাফরুল্লা আপনি বা আপনারা পেয়েছেন কিনা?’— সাংবাদিকের এমন প্রশ্নের জবাব ডা. জাফরুল্লা না দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ডা. জাফরুল্লাহ বিষয়টি তার বক্তব্যে তুলে ধরেছেন।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন