বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক অনুশোচনা’ করতে হবে : রুহানি

May 6, 2018 | 4:19 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তেহরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে তাহলে, যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক অনুশোচনা করতে হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার অবস্থান থেকে সরে না আসে সে ব্যাপারে কথা বলতে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব বরিস জনসন ওয়াশিংটন সফরে যাওয়ার পরই রুহানি এই ঘোষণা দেন।

তবে ট্রাম্প এই চুক্তিকে কঠোরভাবে সমালোচনা করে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক অস্তবিস্তারের লাগাম টানতে ২০১৫ সালে ইরান, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্যান্সের মধ্যে এক চুক্তি সাক্ষরিত হয়। যার ফলে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ ওঠিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয়া মৈত্রী ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এ চুক্তিকে ইরানকে নিরস্ত্রীকরণে সবচেয়ে কর্যকরি উদ্যোগ হিসেবে মনে করে।

তবে ট্রাম্প এই চুক্তিটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

এই প্রেক্ষিতে রোববার (৬ মে) ইরানের প্রেসিডেন্ট ইরান রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের এই চুক্তি থেকে সরে আসার ফল ভালো হবে না, বলে ঘোষণা দিয়েছেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন