বিজ্ঞাপন

ও’ব্রায়েনের ইতিহাসে ঘুরে দাঁড়ালো আয়ারল্যান্ড

May 15, 2018 | 2:04 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে একেবারেই সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। পাকিস্তানের দেয়া ৩১০ রানের জবাবে ১৩০ রানে অলআউট হয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দলটি। তবে দ্বিতীয় ইনিংসে কেভিন ও’ব্রায়েনের শতকে চতুর্থ দিন শেষে ১৩৯ রানে এগিয়ে আছে আইরিশরা।আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথম শতকটি নিজের নামেই লিখে রাখলেন কেভিন ও’ব্রায়েন।

৩৪ বছর বয়সী ব্যাটসম্যান ও’ব্রায়েন টেস্ট ইতিহাসে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুলদের তালিকায় নিজের নাম লিখে নিলেন। অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি অনেক আছে। ১০৫তম ব্যাটসম্যান হিসেবে সেই তালিকায় যুক্ত হলেন ও’ব্রায়েন।

তবে এই শতকে আরেকটি দারুণ কীর্তি গড়লেন ও’ব্রায়েন। দেশের অভিষেক টেস্টে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি গড়ার কীর্তি গড়লেন ও’ব্রায়েন। এর আগে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান ইংল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে (১৯৭৬-৭৭) ১৬৫* রানের ইনিংস খেলে এই ইতিহাসের সূচনা করেন। এরপর জিম্বাবুয়ের দ্বিতীয় ব্যাটসম্যান ডেভ হটন ভারতের বিপক্ষে (১৯৯২-৯৩ সালে) ১২১ রানের ইনিংস খেলেন। আর ২০০০ সালে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলতে থাকেন আইরিশ ব্যাটসম্যানরা। প্রথম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন এড জয়েস এবং অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। এরপর ৯৮ বলে ৪৩ রান তুলে রান আউট হয়ে ফিরে যান জয়েস। রান যোগ হওয়ার আগেই শূন্য হাতে ফেরেন অ্যান্ডি ব্যালব্রেইনও।

এরপর একে একে উইকেট যেতে থাকে আইরিশদের। দলীয় ১৫৭ রানে ৬টি উইকেট হারানোর পর দিনের শেষদিকে ১১৪ রানের জুটি গড়েন কেভিন ও’ব্রায়েন এবং স্টুয়ার্ট থম্পসন। তবে দলীয় ২৭১ রানে ব্যক্তিগত ৫৩ রানে করে থম্পসন আউট হলেও তাইরন কেইনকে নিয়ে দিন শেষ করেন কেভিন ও’ব্রায়েন। দিনশেষে ১১৮ রানে অপরাজিত থাকেন আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যান।

ম্যালাহাইড স্টেডিয়ামের অভিষেক এই টেস্টে ইনিংস ব্যবধানে হারতে হচ্ছে না আইরিশদের। শেষ দিনে আইরিশদের হাতে আছে ৩টি উইকেট। তাই আইরিশরা চাইবে প্রথম টেস্ট অন্তত ড্র দিয়েই শেষ করতে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯৩ সালে আইসিসির সহযোগী সদস্য হয়েছিল আইরিশ দলটি। এরপর ২০০৭ সালে ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাস পেয়েছিল তারা। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ১০ বছর পর এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলছে আয়ারল্যান্ড। শুক্রবার (১১ মে) শুরু হওয়া এই টেস্টের শেষ দিনে মঙ্গলবার (১৭ মে) মাঠে নামবে আইরিশরা।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন