বিজ্ঞাপন

গুহায় আটকে পড়া থাই শিশুদের উদ্ধারে অভিযান চলছে

July 8, 2018 | 10:10 am

|| আন্তর্জাতিক ডেস্ক ||

বিজ্ঞাপন

থাইল্যান্ডের ‘থাম লুয়াং নাং নন’ গুহায় গত দুই সপ্তাহ ধরে আটকে থাকা ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের সহকারী কোচকে উদ্ধারে অভিযান চলছে। রোববার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় মাই সাই পাহাড়ের অভ্যন্তরীণ ওই গুহাটিতে উদ্ধারকারী টিম প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শিশুদের আটকে পড়া গুহায় কমছে অক্সিজেন, বাড়ছে পানি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, অভিযানে থাই নেভির ৫ সদস্যের সঙ্গে আরও ১৩ জন বিদেশি ডুবুরি অংশ নিচ্ছেন। কিন্তু তারা ঠিক কিভাবে এই ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করবেন সে সম্পর্কে কোনও ধারণা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

চিয়াং রাইয়ের গভর্নর নারোংসাক ওসোত্থানাকর্ন বলেছেন, ‘আজ আমাদের প্রস্তুতি সর্বোচ্চ। আজই সেই দিন।’ এর আগে, উদ্ধার অভিযানের পরিকল্পনাটি আটকে পড়া শিশুদের ও তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এসময় চরম উৎকণ্ঠায় থাকা পরিবারগুলোর কাছ থেকে সমর্থন পেয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাবা-মাকে দেওয়া চিঠিতে নানান আবদার থাই বালকদের

বিজ্ঞাপন

জানা গেছে, রবিবার ভোর থেকেই অভিযানের যাওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ডুবুরিরা। তারা গুহায় প্রবেশের আগে সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সরানো হয়েছে। বর্তমানে স্থানটিতে কেবল ডুবুরির দল, চিকিৎসক এবং নিরাপত্তা কর্মীরা রয়েছেন।

দেশটিতে কেবলই বর্ষাকাল শুরু হয়েছে। এ সময়ে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে গুহার অভ্যন্তরে অন্যান্য শুকনো অংশও প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে উদ্ধারের জন্য প্রাথমিকভাবে ‘বাডি ডাইভ’ এর কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এতে একজন করে অভিজ্ঞ ডুবুরি প্রতি বালকের সঙ্গে সাঁতার কেটে আসবে। এ কাজে থাই ডুবুরিরা নেতৃত্ব দিবে এবং তাদের জন্য অক্সিজেন ট্যাংক বহন করবে মার্কিন ডুবুরিরা।

উদ্ধারকর্মীরা আরও জানিয়েছেন, ১১ থেকে ১৬ বছরের এ বালকেরা কেউই সাঁতার জানে না। তারা ঠিকমতো হাঁটতে পারলেও ডাইভ দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। পুরোপুরি অন্ধকার গুহাটির অনেক জায়গা পানিতে তলিয়ে আছে এবং সেখানে প্রবল স্রোত বইছে। গুহামুখ থেকে শিশুদের কাছে পৌঁছুতে এবং ফিরে আসতে একজন উচ্চ প্রশিক্ষিত ডাইভারের সময় লাগছে কমপক্ষে ১১ ঘণ্টা। স্রোতের অনুকূলে তারা ৫ ঘণ্টা ডুব সাঁতার দিয়ে সেখানে যাচ্ছেন এবং প্রতিকূলে সাঁতরিয়ে ফিরে আসতে তাদের সময় লাগছে ৬ ঘণ্টা।

বিজ্ঞাপন

এর আগে, গত শনিবার (২৩ জুন) ওয়াইল্ড বোয়ার নামের এক ফুটবল দলের ওই সদস্যরা উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই এলাকায় অবস্থিত থাম লুয়াং নাং নন গুহায় প্রবেশের পর নিখোঁজ হয়। এ ঘটনার নয়দিন পর উদ্ধারকাজে যোগ দিতে আসা দুজন ব্রিটিশ ডুবুরি সোমবার (২ জুলাই) রাতে তাদের খুঁজে পান।

দশ কিলোমিটার দীর্ঘ থাইল্যান্ডের সর্ববৃহৎ এ পাহাড়ি গুহাটির ভেতর এমনভাবে পানি ঢুকে পড়েছে যে তাদের সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পথটি পুরোপুরি ডুবে গেছে। আর ১৩ জনের ফুটবল দলটি সেই গুহার মধ্যে একটি শুকনো কার্নিশের মতো জায়গায় বসে আছে।

সারাবাংলা/এএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন