Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব বাড়াতে যে ৬ প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ০০:৪৯

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বাড়াতে সুনির্দিষ্টভাবে ছয়টি প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে কিছু খাতে মূল্য সংযোজন কর (মূসক) আরোপের পাশাপাশি কিছু খাতে মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব রেখেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাবগুলো তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি তিনি প্রস্তাবিত বাজেট পেশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে আমি মহান জাতীয় সংসদে কিছু প্রস্তাবনা পেশ করছি। অর্থমন্ত্রীর প্রস্তাবনাগুলো হলো—

(ক) শীতাতপ নিয়ন্ত্রিত ও তাপানুকূল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি;

(খ) বিভিন্ন ধরনের এমএস পণ্যের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি ক্ষেত্রে টন প্রতি ২০০ টাকা বাড়ানোর প্রস্তাব করছি;

বিজ্ঞাপন

(গ) Concrete Ready Mix-এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করছি;

(ঘ) ‘মেডিটেশন সেবা’র ওপর বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করছি;

(ঙ) মোবাইল টেলিফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করছি; এবং

(চ) COVID-19 Test Kit, PPE, Protective Garments, Plastic Face Shields, Medical Protective Gear, Protective Spectacles and Goggles for medical use এবং মাস্কের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করছি।

আরও পড়ুন-

সারাবাংলা/ইএইচটি/টিআর

২০২২-২৩ অর্থবছরের বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট ২০২২-২৩ রাজস্ব আয়

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর